সিলেটে বৈধভাবে ব্যাটারি চালিত রিকসা চলাচলের দাবিতে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভা
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন | সারাদেশ

সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ১০নং ওয়ার্ড শাখার উদ্যোগে সিলেটে বৈধভাবে ব্যাটারি চালিত রিকসা চলাচলের দাবিতে এক মতবিনিময় সভা গত ১৬ ফেব্রুয়ারী শুক্রবার রাতে নগরীর মজুমদার পাড়ায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
সংগঠনের ১০নং ওয়ার্ড শাখার সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাদেক মিয়ার পরিচালনায় সভায় বক্তরা সিলেট নগরীতে বৈধভাবে ব্যাটারি চালিত রিক্সা চলাচলের জোর দাবি জানিয়ে বলেন, বয়বৃদ্ধ শ্রমিকরা পায়ে ফেডেল দিয়ে রিক্সা চালাতে না পারায় ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছেন। কিন্তুু হঠাৎ করে ব্যাটারি চালিত রিকসা বন্ধের ঘোষণা হয়ায় শ্রমিকরা পরিবার নিয়ে কষ্টের পাশাপাশি রিকশা মালিকগন ব্যাপক আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বক্তারা, দরিদ্র দিনমজুর বয়বৃদ্ধ শ্রমিক ও রিকশা মালিকদের পরিবার সহ সকল বিষয়ে বিবেচনা করে সিলেটে বৈধভাবে ব্যাটারি চালিত রিক্সা চলাচলের অনুমতি প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়ের প্রতি আহবান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট জেলা রিকশা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহ সভাপতি আনোয়ার হোসেন আনাই, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মালিক। সভায় মালিক ও শ্রমিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোবারক আলী, শহীদ বকস, সোবহান মিয়া, ছালেক আহমদ, কামাল মিয়া, শাহজাহান আলী, কামরুল ইসলাম, জুয়েল আহমদ, মনিরুল জামান, শহীদুল হক, ছাদেক মিয়া, কামাল মিয়া, দানিস মিয়া, আফসার, রিয়াজ, তাজুল ইসলাম প্রমুখ।